সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে ৪০০ বছরের পূরনো হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসবে এবার দুই লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে। ফলে ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে পুণ্যার্থীদের মিলন মেলায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল শনিবার (০৫ এপ্রিল) ভোর বেলা থেকেই পুণ্যার্থীরা এ স্নানোৎসবে অংশ নেয়। হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন এবং স্থানীয় হিন্দু মহাজোটর সভাপতি ও সাংবাদিক সনজিৎ চন্দ্রশীল জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানোৎসব সম্পাদনের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যোগিতায় ও পূজা উদযাপন কমিটি এবং
হিন্দু মহাজোটের পক্ষ থেকে একদিন আগেই সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়। যার মধ্যে ছিল স্নান ঘাটের সংস্কার,কাপড় পরিবর্তন কক্ষ নির্মাণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। পাশাপাশি পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সার্বক্ষণিক মাঠে ছিল হোসেনপুর ও পাগলা থানা পুলিশ। স্থানীয় পুরোহিতরা জানান,এ বছর পুণ্যস্নানের লগ্ন শুরু হয় শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত।
স্থানীয় আয়োজকরা দাবি,এবার স্নানোৎসবের সার্বিক পরিবেশ ভালো থাকায় ব্রহ্মপুত্র নদে ওই স্নানে অংশ নিতে হোসেনপুর উপজেলার পাশ্ববর্তী নান্দাইল, পুলের ঘাট,মঠখোলা, গফরগাঁও ,ঈশ্বরগঞ্জ ,কিশোরগঞ্জ সদর, আঠারবাড়ী ,পাকুন্দিয়া ,কটিয়াদী, ভৈরব ও নরসিংদী থেকে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন। হিন্দু শাস্ত্রমতে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ এই মন্ত্র পাঠ করে ব্রহ্মপুত্র নদে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আমপাতা পিতৃকুলের উদ্দেশে অর্পণ করে ওই স্নানোৎসব প্রক্রিয়া সম্পন্ন করেন বিভিন্ন এলাকা থেকে আগত পুন্যার্থীরা। এদিকে ব্রহ্মপুত্র নদের তীরে উপস্থিত থেকে
সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন স্নানোৎসবে আগত পূর্ণাথীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি,তরমুজ, কলা ও শুকনো খাবার বিতরণ করেন।যা সব মহল দারুন ভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি উপজেলা নিবার্হী অফিসার কাজী নাহিদ ইভা ও অফিসার ইনচার্জ (ওসি)মারুফ হোসেন এবছর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এছৈ ওই অষ্টমী স্নানোৎসব পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,হোসেনপুর পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নবী হোসেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ এবং জেলা ছাত্র মহাজোট এর সভাপতি নিলয় পাল আধর, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে এ অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।