1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

চুরখাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত -১ ; আহত -৫

  • প্রকাশ কাল শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই চৌরাস্তা মোড়ে পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ও অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST