অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ”একাত্তরকে যারা অস্বীকার করে, তারা তাদের মাকেও অস্বীকার করবে, তবে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অবদানকেও খাটো করে দেখার কোন সুযোগ নেই।” শনিবার (৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ঈদ পূণর্মিলনী ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্ঠা এড. ফজলুর রহমান। জনগনের ভোটে নির্বাচিত সরকারই জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারে তাই দেশের ৮০ ভাগ মানুষ দ্রুত নির্বাচন চায় উল্লেখ করে তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবী জানান। তিনি আরও বলেন বিগত ১৫ বছর যারা ভোট চুরি করে দেশ ও দেশের মানুষকে শোষণ করেছে আমি তাদের উপর প্রতিশোধ নিতে চাইনা, তিনি একজন আইনজীবি হিসেবে তাদের বিচার দাবি করেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আশরাফি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুব আলম আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, সদস্য সচিব জুবায়ের হাসান, ছাত্র দলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক প্রমুখ।