নিজস্ব প্রতিবেদক :
নওগাঁ জেলার সাপাহার উপজেলার অমরপুর আদর্শপারা গ্রামে প্রতিপক্ষের হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিচার না পেয়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কয়েকটি পরিবার।
নওগাঁ জেলা প্রসাশক, পুলিশ সুপার দপ্তরে দাখিলকৃত অভিযোগে জানাযায়, জমি সন্ক্রান্ত জেরে সাপাহার এলাকার সামছুদ্দিনের ছেলে মোজাম্মেল হক,ইসমাইলের ছেলে আরাফাত, গিয়াস মন্ডলের ছেলে ওসমান গণি বাবুসহ জাহাঙ্গীর আলম,আ: রশিদ, সেলিম, রশিদ,আবদুল হোসেন, আবুবাক্কার, আ: সালাম,কুদ্দুস, রমজান আলী, নুর ইসলাম, দেলোয়ার, তৈয়ব আলী গংরা অমরপুর আদর্শপারা গ্রামে স্থানীয় সিন্ডিকেট তৈরি করে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তারা বিভিন্ন সময়ে জমি দখল পুকুরের মাছ লুটপাট, বাড়ি ঘর ভাংচুর, গাছপালা কাটাসহ বিভিন্ন অপকর্মে করে চলছে। তাদের বিরুদ্ধে কথা বললেই জীবনের উপর চলে আসে হুমকি, প্রতিবাদ করার ফলে কয়েকটি পরিবার জীবন বাঁচাতে এলাকা ছাড়া হয়েছে।
অভিযোগ উঠেছে মোজাম্মেল গংদের বিরুদ্ধে সাপাহার থানা, নওগাঁ পুলিশ সুপার, জেলা প্রসাশকসহ স্থানীয় সেনাক্যাপে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা তারপরও কোন ফল হয়নি।
উল্টো অভিযোগের কারণে এলাকা ছাড়তে হয় অভিযোগকারীদের।
মোজাম্মেল গংদের বিরুদ্ধে গত ২৭/০২/২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রসাশক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় সেনাবাহিনীর কাছে অভিযোগ করলেও অদ্যবধী পর্যন্ত কোন কাজ হয়নি। এলাকাবাসী বলেন,স্থানীয় চেয়ারম্যান এসব ঘটনায় সমস্যা সমাধান করলেও মোজাম্মেল গংরা তা মানে না বলে জানান ভুক্তভোগীরা।
উক্ত বিষয় সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তাদের সুদৃষ্টী কামনা করেন এলাকাবাসী।