নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ থেকে আদালতের ওয়ারেন্টভোক্ত আসামি শফিকুল ইসলাম খোকনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
জানাযায়, কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার নীলগঞ্জ কাচারি পাড়া এলাকার জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে সনাতন ধর্ম ছেড়ে আসা শফিকুল ইসলাম খোকনকে গোপন সংবাদ এ-র ভিওিতে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।
পুলিশসুএে জানাযায়,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত নং- ১ কিশোরগঞ্জে দায়েরকৃত মামলা সিআর নং-৬২২(১)২০২৩ যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত মামলায় খোকনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। দীর্ঘদিন যাবত পুলিশের আটক ভয়ে খোকন পালিয়ে বেড়ালেও গত রবিবার গোপনে নীলগঞ্জ এলাকায় অবস্থান করে আসামি খোকন। কিশোরগঞ্জ মডেল থানা বিষয়টি জানতে পেরে পুলিশ অফিসার আক্তারের নেতৃত্ব একটি দল শফিকুল ইসলাম খোকনকে আটক করে থানায় নিয়ে আসে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে থানা হাজতে রাখা হয় সোমবার সকালে তাকে আদালত প্রেরণ করা হবে বলে জানান।
আজ সোমবার আদালত খোকনকে জেলখানায় প্রেরন করেন।