এ,কে, এম, মিজানুল হক (হোসেনপুর, কিশোরগঞ্জ) প্রতিনিধি:
১১মার্চ মঙ্গলবার হোসেনপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায় এই প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মারুফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক মাহবুবুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, সাবেক ছাত্রনেতা ও হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ,কে,এম মিজানুল হক, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামিম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা এ,কে,এম শাহজাহান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চ.দা.) মোঃ নূরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।