মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈশা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, মাওলানা শফিকুল ইসলাম নুরীসহ আরো অনেকে। আগামী ১৫ মার্চ কটিয়াদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ঈশা খান বলেন, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ৩৯২ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪২ হাজার ৫৩৫ জন শিশুকে। মোট ৪৭ হাজার ৯২৭ জন শিশুকে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।