বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন যুবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন নরসিংদীর বেলাবো উপজেলার সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এর বড় সন্তান সমাজসেবক, তরুণ উদ্যোক্তা কাতারের বিশিষ্ট ব্যবসায়ী,শিল্পপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক
কাতারস্থ নরসিংদী সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ আবু বকর ছিদ্দিক কর্মহীন ও গোপনে মানুষের পাশে দাড়িয়েছেন সেই করোনা কালিন সময় ।
নিজ অর্থে তার জন্মস্থান বেলাবো উপজেলা সহ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হাজারের অধিক কর্মহীন চাকুরীচ্যুত মানুষের মাঝে কোন রকমের প্রচার বিহীন নিরবে অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছেন ।
এমতাবস্থায় নিজ ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে বেশীরভাগ নরসিংদীর প্রবাসীর মধ্যে নিরবে গভীর রাতে সহযোগিতার হাত বাড়িয়ে বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ।
তাছাড়াও তিনি বাংলাদেশীদের জন্য কাতারে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। বিভিন্ন সামাজিক আঞ্চলিক রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা ব্যক্তিরা আখ্য করেছেন।
সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।
এ ব্যাপারে মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন,
একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্নতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।