কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জবাই করে ব্যবসায়ী ওবায়দুল হক পাইলট হত্যার ক্ল-লেস ও আলোচিত মামলার প্রধান আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ।
গ্রেফতার মোঃ শাহাদাৎ হোসেন (৩২) বাজরা মাছিমপুর শেখ বাড়ির মৃত লাল মিয়ার ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর (১ মার্চ) শনিবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে শাহাদাৎ। জবানবন্দিতে তার সহযোগী হিসেবে আরও তিনজনের নাম উল্লেখ করে সে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বুধবার ওবায়দুল হক পাইলট প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেল বাড়ি ফিরছিলো। বাড়ি কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছঃ আঙ্গুরা বেগম বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০।
এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, হত্যা মামলাটি সম্পূর্ণ একটি ক্লু-লেস ঘটনা। ঘটনার পর তথ্য প্রযুক্তি সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আমরা মামলার প্রধান আসামিকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।