কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলী আকবর (১৪) ও জুনায়েদ (১২) নামের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে মধ্যপাড়া গ্রামের ফারুকের পুত্র মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলী আকবর এবং একই গ্রামের মোঃ ফেরদৌসের পুত্র ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ একটি মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ফেলে চলে যায়। ঘটনাস্থলেই আলী আকবর মৃত্যু হয় এবং আহত অবস্থায় জুনায়েদকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া পথেই তার মৃত্যু হয়। নিহত আলী আকবর ও জুনায়েদ তারা দুইজন আপন চাচাতো ভাই।
জানা যায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যাওয়ার সময় একটি মোটর সাইকেলে আলী আকবর ও জুনায়েদ যাচ্ছিল। স্কুলে যাওয়ার সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে উজানভাটি পরিবহনের একটি বাস শিক্ষার্থীদেরকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই আলী আকবর মৃত্যু হয়, আহত জুনায়েদকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও বিক্ষোভ প্রদর্শন করে। এসময় মহাসড়কে যানবাহন চলালচল বন্ধ থাকে। পরে পুলিশ এস পরিস্থিতি নিয়ন্ত্রণে করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
কটিয়াদী থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুল ছাত্র নিহত হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে করেছি এবং রাস্তার অবরোধ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। যানবাহন স্বাভাবিক রাখতে রাস্তা পুলিশ রয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেলের) মোঃ তোফাজ্জল হোসেন ও কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে উজানভাটি বাসে ধাক্কায় মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা ও ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে রেখেছে। বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীদের কথা বলে সুষ্ঠু বিচার পাবার আশ্বাস দিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।