স্টাফ রিপোর্টার :
করিমগঞ্জের কিরাটন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরি ও প্রচার-প্রচারনা বাড়াতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কিরাটন ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে ৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, ইউপি সদস্য আজহারুল ইসলাম ফারুক, আশরাফুল ইসলাম সুমন, মো. তাজুল ইসলাম, মোছা. তাসলিমা আক্তার, রুবিনা আক্তার প্রমুখ।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন সভা সঞ্চালনা করেন।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ২ জন পুরুষ ও ১ জন নারী, মসজিদের ঈমাম, বিদ্যালয়ের
শিক্ষক, ব্যবসায়ী ও গ্রাম পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মতবিনিময় অংশ গ্রহণ করেন।
সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়।
গ্রাম আদালত কি এবং কেন,এতে কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।