নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ এর আয়োজনে ২০২৪-২৫ সেশনের একাদশ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ কৃষ্ণচূড়া চত্ত্বরে গতকাল শনিবার(২৫ জানুয়ারি) সকাল ১১ টায় নিবিড় পরিচর্যা কমিটির আহ্বায়ক গুরুদয়াল কলেজর নিবিড় পরিচর্যা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আ.ন. ম মুশতাকুর রহমান, বিশেষ বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মেহেদী হাসান, প্রফেসর নাজমুল সাকিব। অভিভাবকদের অবহিতকরণ ও মতবিনিময় গ্রহণ করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কতিপয় কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয় বলে অধ্যক্ষ আমন্ত্রিত অতিথি উদ্দেশ্য বক্তব্য রাখেন।