আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী
উপলক্ষ্যে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব জামালপুর জেলা শাখার সভাপতি ডা. আহমদ আলী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবু আহমদ শাফি, উপ পরিচালক (হাসপাতাল-১) ডিজি স্বাস্হ্য ( মহাখালী, ঢাকা)। আলোচনা সভাটি সঞ্চালন করেন ড্যাব জামালপুর এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল ইসলাম রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও আদর্শবান রাষ্ট্র নায়ক ও বীর মুক্তিযোদ্ধা। তার খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষি ও সবুজ বিপ্লব এবং শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে সমৃদ্ধ হয়েছে। বক্তরা ১৯৭৫ সালের রক্ষীবাহিনীর কার্যক্রম নিয়েও সমালোচনা করা হয়। এছাড়াও স্বৈরাচার শেখ হাসিনার বিতর্কিত সরকারের সমালোচনা করেন। এছাড়াও বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে জামালপুর জেলার স্বাস্হ্য বিভাগ দুর্নীতি মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. তারিকুল ইসলাম, ডা. এম আর সিদ্দিক, সহকারী অধ্যাপক জামালপুর মেডিকেল কলেজ, ডা. হারুণ অর রশীদ, সহযোগী অধ্যাপক(মেডিসিন) জামালপুর মেডিকেল কলেজ, ডা. জাহাঙ্গীর আলম,ডা. মো. সাইফুল আমীন, সহযোগী অধ্যাপক, ডা. এ,এ,এম আবু তাহের, ক্যানসার বিশেষজ্ঞ ও ইউ এইচ এন্ড এফপিও ইসলামপুর ডা.আজিজুল হক ইউএইচ এন্ড এফপিও বকশিগঞ্জ
সহ আরও অনেকে।