কলকাতা প্রতিনিধি-আসাদ আলী- কালের নতুন সংবাদঃ বিশ্ববাংলার অনতিদূরে সেনট্রালের সামনে একাদশ বর্ষ নিউটাউন বইমেলায় নবম নিউ টাউন জাতীয় কবিতা ও সাহিত্য উৎসবের প্রথম দিন ২৭/১২/২০২৪ তারিখ শুক্রবার বিকেল চারটে ৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত, সভাপতি শ্রী গৌতম রায়, সম্পাদক শ্রী সঞ্জয় জানা সহ উপস্থিত বিশিষ্ট কবিবর্গ। স্বাগত ভাষণ দেন সহ-সভাপতি শ্রী বিমান সাহা। তারপর বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত প্রমূখ । কবিতা পাঠ করেন কবি রামকিশোর ভট্টাচার্য, কবি বিভাস রায়চৌধুরী, কবি অরিজিৎ বাগচি, কবি শেখর বন্দ্যোপাধ্যায়, কবি ঈশিতা ভাদুড়ি, কবি মৃদুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক আসাদ আলী,কবি ও সম্পাদক সুজাতা ঘোষ, কবি আলমগীর রহমান, কবি শিবাশীষ মুখোপাধ্যায়, কবি তন্ময় চক্রবর্তী, কবি কুমকুম চট্টোপাধ্যায়, কবি শাল্মলী রায়, কবি কেতকি প্রসাদ রায়, কবি অধীর কৃষ্ণ মন্ডল, কবি সুস্মেলী দত্ত, কবি পার্থপ্রতিম পাঁজা প্রমুখো। কবি-সাংবাদিক-চিকিৎসক-গল্পকার-প্রবন্ধকার ও ঔপন্যাসিক আসাদ আলী তাঁর সদ্য প্রকাশিত অ্যাডভেঞ্চার উপন্যাস ‘প্রাচীন প্রাসাদে গুপ্তধন’ তুলে দেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত, সভাপতি শ্রী গৌতম রায় ও সম্পাদক শ্রী সঞ্জয় জানা মহাশয় ত্রয়ের হাতে। লেখকের জীবনে বাউন্ডুলেপনা ও নিয়মানুবর্তিতা কি ও কতটা প্রভাব ফেলে এ বিষয়ে সুন্দর উপভোগ্য আলোচনা করেন অদিতি বসু রায় তানিয়া চক্রবর্তী পায়েল সেনগুপ্ত লিখিত মতামত পাঠিয়ে দেন। এই পর্বটি পরিচালনা করেন অভিজিৎ বেরা সমস্ত গুণীজনকেই সুদৃশ্য ও সুন্দর ব্যাগ দিয়ে সম্মান জানানো হয় এই অনুষ্ঠান আরো দুদিন হবে বলে উদ্যোক্তারা জানান।