নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়নের গাবতলী গ্রামে আজ শনিবার ‘মরহুম কাছুম আলী সাহবের বাড়ি থেকে মৈশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত’ প্রায় দুই কিলোমিটার রাস্তা কাঁচা সংস্কার করা হয়েছে ।
রাস্তাটি দিয়ে গাবতলী বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। কিন্তু রাস্তার মাঝে বড় বড় গর্ত থাকায় মানুষসহ যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়। তাই জনসাধারণের কল্যাণে “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” এর নিজস্ব উদ্যোগে সকাল ৭:০০ থেকে ১১:০০ পর্যন্ত উক্ত রাস্তায় মাটি কেটে সংস্কার করা হয়। রাস্তা সংস্কারের এই মহৎ কাজে “মোহাম্মদী ফাউন্ডেশন” এলাকাবাসীর যথেষ্ট সমর্থন ও সহযোগিতা পেয়েছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক- মোহাম্মদ জিয়া উদ্দিন, সহকারী পরিচালক- মোঃ আল আমিন, সভাপতি- হাবিবুর রহমান, সহ সভাপতি – মোঃ বরজু মিয়া ও খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক – মোঃ শাহিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক – সাদেক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের পরিচালক তার বক্তব্যে এলাকাবাসীকে বলেন আপনাদের সমর্থন ও ভালোবাসায় “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা পাশে থাকলে আমরা ‘পাটধা উচ্চ বিদালয় থেকে কাঠালিয়া কুতুব বাড়ি মোড়’ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করতে চাই সেইসাথে “মোহাম্মদীয়া ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত চলমান ফ্রী বয়স্ক কুরআন শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রইলো আপনাদের সবাইকে।