মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জয়িতাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
কটিয়াদী উপজেলায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেয়েছেন পাঁচজন নারী। সোমবার ১২টায় উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখনে, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার টিটু প্রমুখ। অভিমত ব্যক্ত করেন এ বছরের নির্বাচিত জয়িতাগণ। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে পাঁচ ক্যাটাগরীতে পাঁচজন নারীকে জয়িতা পদক প্রদান করা হয়। এর মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসাবে মোছাঃ রুমা আক্তার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জান্নাতুল ফেরদৌস, সফল জননী হিসেবে মোছাঃ ফেরদৌসী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন ক্যাটাগরিতে মোছাঃ দোলেনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছাঃ তিতাস বেগমকে এ বছরের জয়িতা নির্বাচন করে তাদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।