আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরাম এর সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা মেম্বার ফোরাম এর আয়োজনে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দোখলা জাতীয় উদ্যানে শনিবার দিনব্যাপী এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠানে মেম্বার ফোরামের সভাপতি মো.রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির। মেম্বার ফোরামের আলোচনা সভাটি এক মিলন মেলায় পরিনত হয়।
উল্লেখ্য মধুপুর উপজেলার মোট ১১ টি ইউনিয়ন পরিষদের ৯৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মোট ৩৩ জন ইউপি সদস্য সহ মোট ১৩২ জন সদস্য সদস্যা নিয়ে এ মেম্বার ফোরাম গঠিত হয়েছে। আলোচনা সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে মেম্বার ফোরামের নেতৃবৃন্দ ও সকল সদস্য গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেম্বার ফোরামের সহ-সম্পাদক মো. আবুল হোসেন।