1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

তৃতীয় রবি র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান

  • প্রকাশ কাল সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়েছে

কলকাতা প্রতিনিধি- আসাদ আলী :আজ ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখ রবিবার সকাল ১১ টায় কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বিশিষ্ট কবি, জাহাঙ্গীর মিদ্দে ও সম্পাদিকা ঝুমা পালের দক্ষ সঞ্চালনা ও মুজিবর রহমান এবং গোপাল শর্মা প্রমুখের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ ও গুণীজনদের সমাবেশের মধ্য দিয়ে শোভন সুন্দরভাবে সুসম্পন্ন হল সাঁকরাইল এর নলপুরের তৃতীয় রবির শারদ সংখ্যা প্রকাশ কবিতা পাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

                  অতিথি বরণের মধ্য দিয়ে সভার শুভ সূচনা বিশিষ্ট অতিথিগণ- মাননীয় ভবেশ বসু, সুকুমার রুজ, অশোক অধিকারী,  রাখো হরি পাল, সুদীপ্ত মাজি, শক্তিশংকর সামন্ত, আমিরুল ইসলাম চৌধুরী,ভার্গব দেবদাস ও গোলাম রসুল প্রমুখ। সভাপতি প্রণবেন্দু বিশ্বাস। স্বাগত ভাষণ দেন সম্পাদিকা ঝুমা পাল। সমস্ত অতিথিগণ সুন্দর সুচিন্তিত বক্তব্য রাখেন। তার মাঝে মাঝে ছিল কবিতা পাঠ ও রবীন্দ্র সংগীত। কবিতা পাঠ করেন- মৌ ভট্টাচার্য,অর্ধেন্দু চক্রবর্তী, আনোয়ার হোসেন, আসাদ আলী, মুজিবর রহমান, গোপাল শর্মা, মিতা নাগ ভট্টাচার্য, রবীন্দ্রনাথ সামন্ত, জয়ন্তী নাথ, সুস্মিতা দত্ত, অঞ্জনা দেবনাথ, শিখা পাল, অনঙ্গ মোহন রায়, সৈয়দ মুজতবা আলী, ফিরদৌস হোসেন, বিক্রমজিৎ ঘোষ, ইয়াসমিন বেগম, রুবাইয়া সুলতানা, আমিরুল ইসলাম চৌধুরী, মনোজ বিশ্বাস, সুরজিৎ দাস, অর্নিশা কারক, অনামিকা নন্দী প্রমূখ। 

                      সভাপতি, সম্পাদিকা সহ সমস্ত গুণীজন একসাথে তৃতীয় রবির শারদ সংখ্যা প্রকাশ করেন। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ দূরদূরান্ত থেকে কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ গুণীজন অংশ নেন এই মহতী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম এ মনু মহাশয়। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST