নূরুন্নাহার নূর
আমজনতার স্বপ্ন বুকে
বিশাল কিছু নয়,
তাইতো ধনীর লাথি গুঁতো
ক্ষুধার জন্য সয়।
সকাল থেকেই কাজের ছুটে
খেতে দুটো ভাত,
সারাদিনের কর্ম শেষে
ঘরে ফেরে রাত।
কখনো পায় কখনো নাই
কি যে ক্রন্দন রোল,
চাপা কষ্টে বক্ষ ফাটে
রয় না মুখে বোল।
আসবে কবে সেই সে সুদিন
আশায় আশায় রয়,
আমজনতার জুটবে খাবার
খুশির বন্যা বয়।
যোগ্যতা হীন রাজা যখন
শাসন করে দেশ,
মুখে বলার দরকার নেই আর
সে দেশ হবেই শেষ।