নিজস্ব প্রতিবেদক
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি সমন্বিত জীবন ও স্বাস্থ্য বীমা প্যাকেজ চালু করতে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি টেলিকম ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম এবং জিডিএইচএস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি মাইক্রোইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই পার্টনারশিপের লক্ষ্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বীমা সুবিধা সহজলভ্য ও সাশ্রয়ী করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের আর্থিক উপদেষ্টা কাজী ওয়াকার আহমেদ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এসইভিপি ও এডিসি বিভাগের প্রধান সাজেদুল হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।