সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকা বিভিন্ন রকমের ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। জানা যায়, গতকাল বুধবার ভোর রাত ১.৩০ মিনিটে বাজিতপুর সেনা ক্যাম্পে একদল যৌথ বাহিনী গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি শারমিন আক্তার (৪০) স্বামী- ফিরোজ মিয়া কে তার নিজ ঘর থেকে প্রায় এক কেজি গাজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকা উদ্ধার করে। শারমিনকে গ্রেফতার করে সেনা ক্যাম্পে নিয়ে আসলে তার স্বীকারোক্তিতে ভোর ৪.৩০ মিনিটে তার স্বামী ফিরোজ মিয়া (৪৮), পিতা- আব্দুল আজিজ- কে পশ্চিম শিমুলতলা থেকে গ্রেফতার করে। ফিরোজ মিয়া ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার নিকট থেকে ১৫টি বল্লম, ৫টি রামদা, ১টি কিরিজ, ১ চাপাতি ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করে। তারপর উদ্ধারকৃত মালামালসহ আসামীকে বাজিতপুর থানায় প্রেরণ করে। এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন, আসামী ও জব্দকৃত মালামালসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হবে।