মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ০৮টা থেকে মধ্যরাত পর্যন্ত কটিয়াদী উপজেলার পৌর সদরের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করে পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজারীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহকারি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন ও সাইফুল্লাহ জাইদুল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জালালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম শ্যামল, ভারপ্রাপ্ত সম্পাদক আবু নায়েম বাবুল, মসূয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাপ মিয়া, সাধারন সম্পাদক আঃ কুদ্দছ রতন, বিএনপির নেতা মোঃ খলিলুর রহমান, জসিম উদ্দিন মেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইলিয়াস আলী, সদস্য সচিব ও পৌর যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজুল প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান বাদল, পৌর যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুলু, জালালপুর ইউনয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম, মোঃ শাহজাহান সিরাজীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আপনার নির্দ্বিতায় আনন্দ উৎসব করুন। আমরা সমসময় আপনাদেও পাশে আছি। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের দলীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দ নিজ নিজ দায়িত্বে পূজা মন্ডপগুলো পাহারা দিচ্ছেন। আমরা নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে তদারকি করে যাচ্ছি।