মাসুমা আক্তার :
কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ দৈনিক কিশোরগঞ্জ এ-র অস্থায়ী কার্যালয়ে
দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সংবাদপত্র পত্রিকা সম্পাদক পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও সংবাদপত্রের নানা সমস্যার বিষয়ে আলোচনা শেষে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদ পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
এতে দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল কে সভাপতি ও সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মুহা. ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যদের মাঝে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ (আপাতত স্থগিত), সহ-সভাপতি দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুলতান রায়হান রিপন ও দৈনিক আজকের সারাদিন পত্রিকার সম্পাদক দিলরুবা আনাম।
যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক নবধারা পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক প্রদীপ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম।
সম্মানিত সদস্য আলহাজ্ব কাজী শাহীন খান-সম্পাদক দৈনিক আজকের দেশ, এ.টি.এম নিজাম-সাত-কাহন, সোহল শাচ্ররু সাপ্তাহিক দিনের গান,জহিরুল ইসলাম কাজল মাসিক ভাটির সাতকাহন।