মোস্তফা শাওন
কিশোরগঞ্জে আমরা কজন নাট্য শিল্পী গোষ্ঠীর ত্রি বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত নতুন উপদেষ্টা পরিষদ ও কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটায় কালিবাড়ীস্হ
সংগঠনের অফিস কক্ষে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
ত্রি বার্ষিকী সাধারণ সভায় মাসুদুর রহমান মিলন, এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ ওসমান গনি, এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান, বর্তমান প্রধান উপদেষ্টা কাজি মোঃ অলিউল্লাহ অলি, উপদেষ্টা অজয় কুমার চক্রবর্তী, সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান বাবুল, সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুনু, আবুল কালাম আজাদ টুটুল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,মোঃকায়কোবাত তানভারনূর বাদল, অর্থ সম্পাদক হাজী কামরুল ইসলাম হেলাল, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার রুপা, নাট্য সম্পাদক মোঃ মতিউর রহমান, প্রচার সম্পাদক এম এ ছাত্তার, আপ্যায়ন সম্পাদক মোঃ সুজন রাজা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মোস্তফা শাওন,এইছ এম ইলিয়াস কাঞ্চন,শ্যামল কুমার আচার্য, সামিয়া আক্তার রুপা, মোঃ ফুল মিয়া,
এ সময় মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন আমরা সাংস্কৃতিক মনা মানুষ সংস্কৃতিকে ভালোবাসি, সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের কাছেই সহযোগিতা চান।
সাবেক উপদেষ্টা বলেন সংগঠনকে সুস্থ দ্বারায় নাটক ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নেওয়ার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ।