মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কটিয়াদী বাস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়ন ও ছাত্র-জনতার গণআন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷
কটিয়াদী উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মো. বরকত হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা সহ- অর্থ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মাহবুব, জেলা ইসলামী শ্রমীক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মুসা খান, জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ, কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ, কটিয়াদী উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি বায়জিদ। এছাড়াও ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমীক আন্দোলনের নেতৃবৃন্দ।
গণ সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের করোনা ইসুতে লাশ দাফন রোহিঙ্গা ইস্যু বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতের ত্রাণ তৎপরতা জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন, এতে আন্দোলনে ১৭ জন শাহাদাত বরণ করেন এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।
গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারের নয় দফা দাবি প্রস্তাব করেন।
সমাবেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।