1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

রবীন্দ্র-নজরুল সাহিত্য একাডেমি র কবি সম্মেলন কলকাতায়

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পড়েছে

কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-

রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমীর কবি সম্মেলন হয়ে গেল প্রায় ৩৫-৪০ জন কবি সাহিত্যিক সাংবাদিকসহ বিভিন্ন গুণীজনের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে গতকাল ১৪/ ৮/ ২০২৪ তারিখ বুধবার বিকেল ৩ টে থেকে ৬:৩০ মিনিট পর্যন্ত কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে, স্বচ্ছতোয়া শীলু র দক্ষ সঞ্চালনায়।

                  সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সভার সূচনা ঘটে। পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ও আর জি কর মেডিকেল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় । তারপর উক্ত বিষয়ের উপর কবিতা পাঠের জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়। উক্ত বিষয়ের উপর কবিতা পাঠ করেন সুজাতা ঘোষ, বুদ্ধদেব মুখোপাধ্যায়, অরুনিমা ভট্টাচার্য, অমর কুমার দাস, রিনা ভদ্র, ডাক্তার আসাদ আলী। 

             তারপর দলবদ্ধভাবে গাওয়া হয় “মুক্তির মন্ত্র সোপান তলে”- তারপর অতিথিবরণ ও সম্বর্ধনা দেওয়া হয় সভাপতি ডাক্তার আসাদ আলী, মিলন কুমার ভৌমিক, অমর কুমার দাস, সুজাতা ঘোষ, কৌশিক গাঙ্গুলী, ডাক্তার রুহুল আমিন, সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়দের প্রত্যেককেই মেমেন্টো সার্টিফিকেট মেডেল পত্রিকা ও গ্রন্থ দিয়ে এবং ব্যাচ উত্তরীয় পরিবেশ সংবর্ধনা দেওয়া হয়। একে একে বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন অতিথি বৃন্দ। 

                    সত্য ঘটনা অবলম্বনে স্বরচিত একক শ্রুতি নাটক টি অসাধারণ দক্ষতায় উপস্থাপনা করেন সুজাতা ঘোষ। আরও যাঁরা কবিতা পাঠ করেন শিপ্রা চক্রবর্তী, ডাক্তার বুদ্ধদেব মুখোপাধ্যায়, আনোয়ার হোসেন, আন্তর্জাতিক অ্যাথলিট রিনা ভদ্র, অরুনিমা ভট্টাচার্য, শিশুশিল্পী ঋত্তিকা মুখার্জি, স্বপ্না প্রামাণিক, মাধবী দে, লিপি দত্ত, ভাস্বতী দাস, মিনতি ভট্টাচার্য প্রমুখ। 

                   শাশ্বতী মোদক এবং তাঁর পুত্র একসাথে বিভিন্ন কবির কবিতায় সুন্দরমালা গাঁথেন যা ভীষণ উপভোগ্য ছিল । নজরুলের কবিতা আবৃত্তি করেন বাণী মন্ডল।

    

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST