1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত-২ সরিষাবাড়ি সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের অভিযান কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে বাণিজ্য মেলার অনুমতি না থাকায় বন্ধ করলো ইউএনও তাড়াইলে যুগান্তর প্রতিনিধিকে কুপিয়ে যখম করেছে দূর্বিত্তরা চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি নজরুল-সম্পাদক আলী ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবা নিহত, গ্রেপ্তার ২ হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ
শিরোনাম
পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত-২ সরিষাবাড়ি সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের অভিযান কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে বাণিজ্য মেলার অনুমতি না থাকায় বন্ধ করলো ইউএনও তাড়াইলে যুগান্তর প্রতিনিধিকে কুপিয়ে যখম করেছে দূর্বিত্তরা চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি নজরুল-সম্পাদক আলী ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবা নিহত, গ্রেপ্তার ২ হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ

সরকার পতনের ডাক একদফা দাবি উত্তাল চট্টগ্রাম

  • প্রকাশ কাল শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকার পতনের ডাকে কোটা সংস্কার আন্দোলনে একদফা দাবি। ছাত্র আন্দোলনে জনস্রোতে উত্তাল সারাদেশ সারা চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলন একদফা দাবিতে নগরীর নিউমার্কেট এলাকা ‘ব্লকড’। আন্দোলনে উত্তাল সারাদেশ। এরই ধারাবাহিকতায় উত্তাল চট্টগ্রামৌ সহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল। পূর্বঘোষিত ‘বিক্ষোভ কর্মসূচি’ পালন করতে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে আ.লীগের শান্তি সমাবেশের কর্মসূচি ধারাবাহিকতায় বিক্ষোভ প্রতিবাদ লক্ষ করা যায়। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সামনে রেখে যারা সহিংস ও সংঘর্ষ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিউমার্কেট মোড়ে জড়ো হতে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। দুপুরের পর থেকে কোটা সংস্কার আন্দোলনে একদফা দাবিতে নিউমার্কেট এলাকা ‘ব্লকড’ উত্তাল চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

প্রধান ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর একসাথে অবস্থান ও আন্দোলনে নামেন। যা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে সাথে সাথে। ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সারা দেশজুড়ে। সর্বস্তরের মানুষের মাঝে। দেশপ্রেমিক রাজনৈতিক কূটনীতিক সকলের মুখে মুখে।

চট্টগ্রামে আন্দোলনকারীরা কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝেই নেবে ব্যবস্থা।

এদিকে আজ শনিবার নগরের লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান। সমাবেশ থেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ  বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।’

আগামী রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ 
আন্দোলনের ঘোষণা রয়েছে আন্দোলনকারীদের। এর আগে, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST