1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাজিতপুর হালিমপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু বিসাসের খাদ্যসামগ্রী উপহারে ২০০ শতাধিক পরিবারের মুখে হাঁসির চিত্র ৮ লাখ মুসল্লির অংশগ্রহণে শেষ হলো শোলাকিয়ার ঈদের জামাত সবুজ পল্লব ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ তাড়াইলে খেলাফত মজলিসেরইফতার মাহফিল অনুষ্ঠিত কটিয়াদী সরকারী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সাপাহারে প্রতিপক্ষের হামলা ভাংচুর প্রাণভয়ে বাড়ি ছাড়া কয়েকটি পরিবার দিগদাইড়ে ভূমিদুস্যর কবলে কৃষকদের জমি বিলীন- ডেকু দিয়ে অবৈধভাবে কাটছে জমি ঈদের ছুটিতে লাশবাহী গাড়িতে বাড়ি ফিরলেন এসআই কবির
শিরোনাম
বাজিতপুর হালিমপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু বিসাসের খাদ্যসামগ্রী উপহারে ২০০ শতাধিক পরিবারের মুখে হাঁসির চিত্র ৮ লাখ মুসল্লির অংশগ্রহণে শেষ হলো শোলাকিয়ার ঈদের জামাত সবুজ পল্লব ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ মিঠামইনে তারেক রহমানের ঈদের উপহার বিতরণ তাড়াইলে খেলাফত মজলিসেরইফতার মাহফিল অনুষ্ঠিত কটিয়াদী সরকারী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা নান্দাইলে বিএনপি নেতা আনোয়ারুল মোমেনের সাংবাদিকদের সম্মানে”ইফতার ও মতবিনিময় সভা” সাপাহারে প্রতিপক্ষের হামলা ভাংচুর প্রাণভয়ে বাড়ি ছাড়া কয়েকটি পরিবার

পবিত্র আশুরা,চট্টগ্রামে ১কিমি দীর্ঘ তাজিয়া মিছিল

  • প্রকাশ কাল বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ
পবিত্র আশুরা আজ। চট্টগ্রামে কারবালার স্মরণে ১০ মহরম পালিত হয়েছে। হায় হোসেন মাতনে শেষ হলো তাজিয়া মিছিল। চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিল রাস্তায় মোড়ে শোক সভা স্মৃতিচারণ করছেন। মুসলিম উম্মার শান্তি কামনায় ১কিমি দীর্ঘ তাজিয়া মিছিলে জনস্রোত পরিণত হয়। হাজার হাজার মানুষের ঢলে নামে। দলেদলে রাস্তায় অবস্থান করে এতে সাময়িক গাড়ি-ঘোড়া চলাচলে বিঘ্নিত হয়।

আজ ১৭ জুলাই (বুধবার) দুপুরের পর থেকে তাজিয়া মিছিলটি রেলওয়ে পাহাড়তলী ওয়ার্লেস সেগুন বাগান থেকে বের হয়। আমবাগান হয়ে নগরের টাইগার পাস মোড়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান করে। সেখানে শোকগীতি মার্সিয়া বিভিন্ন শারিরীক কসরত সংগীতি মহড়া প্রদর্শন করে।

পরে সিআরবি কদমতলী হয়ে হয়ে নিউমার্কেট মোড়ে ঘন্টা খানেক অবস্থান করে। তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে। সেখানে থেকে তাজিয়া মিছিলের আনুষ্ঠানিক শারীরিক কসরত প্রদর্শন করে ঘন্টাখানেক নিউমার্কেট মোড়ে অবস্থান করে। তখন এক পাশের গাড়ি-ঘোড়া বন্ধ থাকে। পরে আমতল, জুবলি রোড কাজীর দেউরী হয়ে আলমাস মোড় ওয়াসার মোড় পদক্ষিন করে। জিসির মোড় দিয়ে নাসিরাবাদ কলেজ মোড় হয়ে ওয়ারলেস এসে শেষ হয়। সকল মুসলিম জাহানের ও সকলের শান্তি সুখ সমৃদ্ধি দোয়া কামনা শেষ হয়।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামেও প্রতিবারের মতো এবারও এবারও ঝাঁকজমক জমমকালো নানা আয়োজনে পালিত হয়েছে পবিত্র আশুরা।

উল্লেখ্য: ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ১০ মহররমের এই দিনে অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসেন ও তার ৭২ সঙ্গী শহীদ হন। শিমার ইবনে জিলজুশান কণ্ঠদেশে ছুরি চালিয়ে মহানবীর দৌহিত্রকে হত্যা করে। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’ এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) পুত্র ইমাম হোসেন (রা.)। হজরত আলীর মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া (রা.)। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। কিন্তু ইয়াজিদের কাছে বাইয়্যাত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন। প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন তিনি। পথে কারবালায় থামেন সঙ্গীদের নিয়ে।

সেখান থেকে ইমাম হোসেন (রা.) ও তাঁর অনুসারীদের আটক করে মদিনায় ফিরিয়ে নিতে ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওক্কাসের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে। এজিদের সেনাবাহিনী আত্মসমর্পণে বাধ্য করতে ইমাম হোসেনের শিবিরে পানি সরবরাহ বন্ধ করে দেয়। নারী-শিশু তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেন আত্মসমর্পণে অস্বীকৃতি জানান।

এই জন্য দিনটি গুরুত্বসহকারে পালন করেন মুসলমানরা। এই দিনে রোজা পালনের সওয়াব থাকে বহুগুণে। মুসলমানদের কাছে বিগত বছরের গোনাহর কাফফারা হিসেবে মহরমের দুটি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ বিধায় অনেক ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখেন এইদিনে।

সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তাই মহান আল্লাহর রহমত পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন।

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে, আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সত্য প্রতিষ্ঠায় জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার কথা বলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST