1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাড়াইলে বাংলাদেশ স্কাউটস ত্রিবার্ষিক সম্মেলন – ২০২৫ অনুষ্ঠিত মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  কটিয়াদীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন জকিগঞ্জে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশ সিএনজি চালকদের হামলা শিকার ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি মেলা
শিরোনাম
তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাড়াইলে বাংলাদেশ স্কাউটস ত্রিবার্ষিক সম্মেলন – ২০২৫ অনুষ্ঠিত মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  কটিয়াদীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন জকিগঞ্জে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশ সিএনজি চালকদের হামলা শিকার ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি মেলা

গুরুদয়াল সরকারি কলেজে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৮৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে জেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

দুপুর ১২টার দিকে  গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে এ ঘটনা ঘটেছে।

কোটা বিরোধী ছাত্র ছাত্রীরা কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ চত্বরে, সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে অবস্থান নিলে ছাত্রলীগের একদল নেতাকর্মী লাঠিশোটা নিয়ে অতর্কিত  আন্দোলন কারীদের ধাওয়া করলে আন্দোলনকারী কলেজ চত্বর থেকে বটতলার দিকে পালিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ‍্যেই আন্দোলন কারী শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই কলেজ চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। একের পর এক মিছিল ও বিক্ষোভ হয়। 

কোটা বিরোধী  শিক্ষার্থীরা শহরের বটতলা থেকে পুনারায়  একটি বিক্ষোভ মিছিল  নিয়ে শহরের দিকে যেতে থাকলে সরকারি মহিলা কলেজ, ওয়ালীনেওয়াজ খান কলেজ,  সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ ও কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কলেজের দিকে আসার খবরে জেলা ছাত্রলীগ স্থান ত্যাগ করে।

সাধারণ শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ কোটাবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাদের ধাওয়া করে। পরে তারা ধাওয়া খেয়ে একটি বড় মিছিল বের করে এবং শহরের আশপাশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রিত হয়ে আন্দোলন স্থলে আসলে ছাত্রলীগ ভয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, আমরা কোনো ধরনের সংঘাতে যেতে চাই না,সহযোগিতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই। আজ তারা নামে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ফেলেছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সবাই আন্তরিক, ইতোমধ্যে আদালতের রায় তাদের দাবির একটি অংশ বাস্তবায়নও হয়েছে। তারপরও টেনে টেনে তারা আন্দোলনকে প্রলম্বিত করছে। তবে কারও ওপর হামলা করা হয়নি।

কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্বকারী মোঃ ইকরাম হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবী আদায়ের লক্ষে আন্দোলনে নেমেছি, কিন্তু ছাত্রলীগ নেতারা তা করতে দেয়নি, তারা আমাদের উপর হামলা করেছে, কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেইটে থালা দিয়েছে। তিনি আরোও বলেন কোটা বিরোধী আন্দোলন কারী শিক্ষার্থীরা প্রায় ৫০ জনের মত আহত হয়েছে। তারা কিশোরগঞ্জ বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বলেন, কেন্দ্রীয় ভাবে ঘোষনা হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

অপরদিকে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর অবস্থা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST