মোহাম্মদ খলিলুর রহমান :-
বর্ষাকাল উপলক্ষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় “গাছ কথা বলুক মানুষের পক্ষে “এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবক মিয়া মোহাম্মদ সুমন, ভিডিপি দলনেতা শিক্ষানুরাগী সংগঠনের যুগ্ম আহব্বায়ক জুবায়ের আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম আর রাজিব, যুগ্ম আহ্বায়ক ফাইজুর রশিদ ডলার, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাশেম ভূইয়া, শিক্ষাবিদ সুজন সাহা, কবি গীতিকার এস এম শামসুল হক, সেচ্ছাসেবক মোহাম্মদ পলক, রাজ গাঙ্গুলী প্রমুখ ।
উল্লেখ্য- সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ’আশার আলো’ প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, মাদক বিরোধী কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে স্বেচ্ছায় জনসেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।