1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পুএবধূর আক্রমণে শাশুড়ী মৃত্যুশয্যায়

  • প্রকাশ কাল রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১০ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিন্দ ইউনিয়নের কাশুরার চর এলাকায় পুএবধূদের আক্রমণে ৭০ বছরের বৃদ্ধা শাশুড়ী এখন হাসপাতালে মৃত্যুশয্যায়।

থানায় দায়ের কৃত লিখিত অভিযোগ ও সরজমিনে ঘুরে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিন্দ ইউনিয়নের মৃত লালু হোসেন ভুইঁয়ার স্ত্রী বৃদ্ধা আলীমুন্নেছা (৭০) স্বামীর ভিটায় বসবাস করে অন্যদিকে একই বাড়িতে তার ছেলে সুলতান মিয়া ও রিপন মিয়াসহ সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করে আসছে। বৃদ্ধা শাশুড়ীর কাছ থেকে দীর্ঘ দিন যাপন সুলতানের স্ত্রী অন্জনা ও রিপনের স্ত্রী সোমা যোগসাজশে শাশুড়ীর সম্পদ তাদের নামে লিখে নেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শাশুড়ী সম্পদ লিখে না দেয়ায় গত শুক্রবার ৫ জুলাই- ২৪ বিকেলে পুএবধু অন্জনা ও তার ছেলে আরিফ এবং সোমা ও তার ছেলে কাউসার মিলে বৃদ্ধা আলীমুন্নেছাকে জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু তাতে আলীমুন্নেছা রাজি না হওয়ায় নাতি আরিফ ধারালো দা দিয়ে দাদীর মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। সেই সাথে অন্জনা, সোমা ও কাউসার দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আহত করে।
স্থানীয় লোকজন এসে বৃদ্ধাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বর্তমানে আহত বৃদ্ধা আলীমুন্নেছা হাসপাতালের ৫ম তলা চিকিৎসাধীন রয়েছে। ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসকের সাথে কথা হলে তিনি বলেন, আলীমুন্নেছার মাথায় ৯ টি সেলাই করা হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে।
উক্ত ঘটনায় আহত আলীমুন্নেছার ছোট ছেলে হাবিবুল্লাহ বাদী হয়ে ৪ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী হবীবুল্লাহ বলেন, থানায় অভিযোগ দায়ের করেছি শুনে আমাকেও প্রান- নাশের হুমকি দিচ্ছে আসামিরা।
বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিপিএম সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST