কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সেলিম উদ্দিন খানকে সভাপতি এবং মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা শাখার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে ও কমরেড শেখ জমশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। প্রধান বক্তা ছিলেন, সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ডা. এনামূল হক ইদ্রিছ, জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নান্দু, জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, মুর্শেদ খান নতুন প্রমুখ।