1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

বেলাবতে রাতের আঁধারে আগুন দিয়ে মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশ কাল শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২১০ বার পড়েছে

বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-

 নরসিংদী বেলাবতে মাদক সেবনে নিষেধ করায় রাতের আঁধারে আগুন দিয়ে মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত (৪জুলাই)বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার  বাজনাব ইউনিয়নের মধ্যপাড়া আবু বক্কর সিদ্দিক ওরফে গুলগুলা শাহ্ মাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাজারের উপরে থাকা চাঁদর,টিনের চালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং দান বাক্স ভেঙ্গে অর্থ চুরি নিয়ে যায়। মাজার পরিচালনার দায়িত্বে থাকা মোঃ হুমায়ুন কবির বাদশাহ বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে দুর্বৃত্তরা মাজারে আগুন দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করে। মাজারের চারপাশে বখাটে ছেলেরা মাদক সেবন করেন,আমি নিষেধ করায় গতকাল (৪ জুলাই)বৃহস্পতিবার মাজারে আগুন লাগিয়ে দেয়। একে মাজারের উপরের গিলাপ,টিন পুড়ে যায়। দান বাক্স ভেঙ্গে নগদঅর্থ নিয়ে যায়।এ বিষয়ে আমি ২-৩ জনের নাম উল্লেখ করে বেলাব থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
উক্ত মাজারটি ২০২২ সালের ১৮ নভেম্বর গুলগুল শাহার মাজার  প্রতিষ্ঠিত হয়।  উক্ত মাজারটি  পরিচালনার দায়িত্বে ছিলে গুলগুলা শাহ এর ভক্ত ছেলে হুমায়ুন কবির বাদশাহ,

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST