শামছুননাহার
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে রোজই হচ্ছি আসামি।
আচ্ছা বলতে পারেন কি?
কিসের আসামি কেনো আসামি?
জানি বলতে পারবেন না আপনারা কারনটা কি?
কারণটা হলো আপনারা বিবেক দিয়ে নয়
আবেগ দিয়ে জীবন পরিচালনা করেন যার দরুন রোজই মার খাচ্ছেন ভাগ্যের কাছে।
কিন্তুু আমি বলবো আপনি মার খাচ্ছেন বুদ্ধির কাছে ক্ষমতার কাছে আপনার পথ চলাটা সহজ না তাই।
এবার আসেন কাজের কথায়। লোভ বড্ড বেপরোয়া হয়ে উঠেছে তার চোখ নেই বিবেক নেই আছে শুধু পরিচালক, নাড়ছে কলকাঠি।
হাত বদলের পালাক্রমে চলছে বদল হনা পরিত্রাণ।
জীবন এখন ক্রাচের উপর চলছে না ভেন্টিলেশনে চলে গেছে।
চুলারা অবরোধ ডেকেছে কিন্তুু পেট কি করবে?
আমি জনি না।
আপনি জানেন কি?
কারো উপর নির্ভর করে কতক্ষণ হাটা যায় জানি না।
এবার কিছুতো করতে হবে।
কি করতে হবে কেনো করতে হবে?
হাঁসি মাখা মুখ দেখে পেট ভরে না ভাত লাগে মনে রাখবেন ভাত খালি খাওয়া যায় না তা মাথায় রাখবেন।
মাঝে মাঝে ভাবি কেনো এই পৃথিবীতে এলাম কি বা করতে পারলাম কারাই বা করে এমন কেনোই বা করে মরণের পর কি সব সাথে নিবে না কর্মটাই নিবে?