কলকাতা প্রতিনিধি- আসাদ আলী:
১লা জুলাই ২০২৪ তারিখ ছিল চিকিৎসক দিবস বা ডক্টরস ডে । এই দিনটি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। তাঁর জন্ম ১ লা জুলাই ১৮৮২ খ্রিস্টাব্দ ও মৃত্যু ১ লা জুলাই ১৯৬২ খ্রিস্টাব্দ । কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ১ লা জুলাই ২০২৪ তারিখ বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাসিক সাহিত্য পত্রিকা সমাজ ধারা প্রায় ৫০ জন কবি সাহিত্যিক সাংবাদিকদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর সন্ধ্যা উপহার দিলেন । কবিতা গান আলোচনা গ্রন্থ প্রকাশ এবং গুণীজন সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষভাবে সক্ষম এক ঝাঁক শিল্পীর সংগীত পরিবেশন ও তাদের সমাজ ধারা কর্তৃ ক সম্মাননা জ্ঞাপন ।
সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সভার সূচনা হয় । তারপর প্রধান অতিথি বিশিষ্ট কবি ও লেখক সিদ্ধার্থ সিংহ ও বিশেষ অতিথি কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী কবি ও সাংবাদিক রঞ্জন সেনগুপ্ত কবি ও লেখক কৌশিক গাঙ্গুলী লেখক মানসী রায় চট্টোপাধ্যায় আসন গ্রহণ করার পর বিশেষভাবে সক্ষম একঝাঁক শিল্পীর গান সবাইকে মুগ্ধ করে । তারপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সমাজ ধারা পত্রিকার নির্বাহী সম্পাদক সুজাতা ঘোষ । সঞ্চালনার দায়িত্ব তুলে দেওয়া হয় রিতা কর্মকারের হাতে । প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণকে ব্যাচ উত্তরীয় মেডেল মেমেটো সার্টিফিকেট ও গ্রন্থ দিয়ে সম্মাননা জানানো হয় একে একে বক্তব্য রাখেন প্রধান অতিথি কবি ও লেখক সিদ্ধার্থ সিংহ, বিশেষ অতিথি কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, কবি ও সাংবাদিক রঞ্জন সেনগুপ্ত, কবি ও লেখক কৌশিক গাঙ্গুলী, কবি ও লেখক স্বচ্ছতোয়া শীলু, মানসি রায় চট্টোপাধ্যায় প্রমূখ কবিতা পাঠ গান ও শ্রুতি নাটক হয়। কার্যনির্বাহী সম্পাদক সুজাতা ঘোষের শ্রুতি নাটক দর্শক শ্রোতা শিল্পীদের হৃদয় জয় করে নেয়। যাক গোশেনীর বক্তব্য গান অসাধারণ