নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে ডিএসকে’র শিক্ষা বৃওি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে),কিশোরগঞ্জ পশ্চিম যোন এর আয়োজনে,জেলা শহরের
সতাল এলাকায় নিজস্ব কার্যালয়ে শিক্ষা বৃওি প্রদান অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়।
ডিএসকে’র সহকারী পরিচালক জনাব,মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, রোকন উদ্দিন আহম্মদ,উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক্ষে এবং মো: আসাদুজ্জামান, প্রধান শিক্ষক,কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল, সতাল,কিশোরগঞ্জ ।
কিশোরগঞ্জের ডিএসকে’র পশ্চিম জোনের সদস্যদের ছেলে মেয়েদের মাঝে মেধাবী শিক্ষার্থীদের এ বৃওি শিক্ষা’র চেক দেওয়া হয়।
ডিএসকে’র প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে এ অনুদান চলমান রয়েছে। সদস্যদের সন্তানদের মাঝে গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়া উৎসাহ বৃদ্ধি ও শিক্ষার্তী ঝড়ে পড়া থেকে লেখা পড়া চালিয়ে যাওয়ার জন্য এ বৃওি নিয়মিত থাকবে। বিভিন্ন ক্যাটাগরির মধ্য ডিএসকে’র শিক্ষা বৃওি পেয়েছে।
পিএসসি- ০৪ জন,৩২,০০০/-টাকা,জেএসসি-০২ জন, ২০,০০০/-টাকা,এস এস সি- ১৫ জন, ১,৮০,০০০/- টাকা এবং এইচএসসি-০৮জন, ১,৯২,০০০/- টাকাসহ সর্বমোট ২৯ জন কে =৪,২৪,০০০০/- টাকার চেক প্রদান করা হয়।