মোঃ সোহেল রানা : কিশোরগঞ্জ ও পাশ্ববর্তী জেলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন ১জুন ২০১৯ এ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন নাম ছিল নানশ্রী ব্লাড ডোনার’স সোসাইটি, পরে বৃহৎ স্বার্থে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সমন্বয়ে পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন নামকরণ করা হয়।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি গত ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জ সহ পাশ্ববর্তী জেলা সমুহের স্বেচ্ছাসেবীদের নিয়ে বিশাল স্বেচ্ছাসেবী মিলনমেলা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন, যা কিশোরগঞ্জের সর্বপ্রথম মিলনমেলা হয়।
পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন এর সভাপতি আবুজর এর সাথে কথা বলে জানতে পারি পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে আগামী ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে শুরু হবে।
সেখানে কিশোরগঞ্জ ও পাশ্ববর্তী জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হবে।
পরিত্রাণ এর সভাপতি আবুজর বলেন
আমরা প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি।
আমরা বিগত করোনায় মানুষের পাশে থেকেছি বন্যায় বন্যা দূর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে গিয়েছি।
আমরা ঈদের অসহায় পরিবারদের ঈদ পণ্য বিতরণ করেছি।
পরিত্রাণ এর প্রধান উপদেষ্টা ও আল-মুনিরা ডিজিটাল হেলথ সেন্টার এর চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম সাহেব এর সাথে কথা বলে জানতে পারলাম সংগঠনটি একাধিক এতিম শিশুর লালন পালন এর দায়িত্ব নিয়েছে।
সংগঠন টি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, গাছ লাগানো থেকে শুরু করে সমাজের সকল উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আলোচিত মুখ
এস এম কাউছার রহমান এর কাছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন
আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এর সকল প্রস্তুতি নিয়েছি, আগামী ২০ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মানবিক সংগঠন এর প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং মানবিক কাজে বিশেষ অবদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলো কে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের সকল স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।