নিজস্ব প্রতিবেদক :
হোসেনপুরে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর উদ্যোগে পলিথিন বর্জন অভিযান অনুষ্টিত বাসযোগ্য পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাবহারকে না বলি।। (২৯ মে) রোজ বুধবার ৮.০০ ঘটিকায় কিশোরগঞ্জ অঞ্চলের হোসেনপুর শাখার গলাচিপা গ্রাম সামাজিক শক্তি কমিটি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষার জন্য এলাকার সকল মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের অংশ হিসেবে গলাচিপা হাই স্কুলে কমিটির সকল সদস্য, ইউ পি জি সদস্য, ছাত্র ছাত্রী এবং গ্রামবাসীদেরকে নিয়ে আলোচনা অনুষ্ঠান, র্যালি পরিচালনা করেন। উক্ত র্যালিটি গলাচিপা হাই স্কুল থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে গলাচিপা হাই স্কুল মাঠে এসে শেষ করে। উক্ত র্যালিতে সর্বস্থরের জনগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। প্রায় অর্ধ কিলোমিটারের দীর্ঘ র্যালিটি পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণের মধ্যে ব্যাপক সারা ফেলে। আলোচনা অনুষ্ঠান এবং র্যালিতে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গলাচিপা হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ কাইয়ুম মাষ্টার, ভি এস এস কমিটির সভাপতি মো: ফরিদ মিয়া এবং শাখা ব্যবস্হাপক মো: সেলিম মিয়া।।