মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
‘টেকসই ভবিষ্যত বিনির্মাণে আজকের পরিমাপ’ এই প্রতিপাদকে সামনে রেখে ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে আসছে। এ ধারাবাহিকতায় ময়মনসিংহে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় কর্তৃক যথাযথ মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৪ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
আজ ২০ মে সোমবার বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ ছানোয়ার হোসেন, ময়মনসিংহ ক্যাবের সভাপতি এডভোকেট মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারগণ, বিএসটিআই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।