মকবুল হোসেন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনিতে এক চোর ঘটনাস্হলে নিহত হয়েছে।
এ জেলার গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার অন্তর্গত নিগুয়ারী ইউনিয়নের সীমান্তবর্তী বেলদিয়া গ্রামে গতরাত ০২ টার সময় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় জনতার গন পিটুনিতে নবী হোসেন (৫০)নামে এক চোর নিহত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান এসময় আরো ৩ জন সঙ্গী ছিল। তারা পালিয়ে যা। তাদেরকে এলাকাবাসীর শনাক্ত করতে পারেনি।
পাগলা থানার ওসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান নিহত ডাকাত নবী হোসেন পার্শ্ববর্তী কুচরাই গ্রামের বাসিন্দা। নিহত নবী হোসেন আন্তজেলা ডাকার দলের সদস্য ছিল। তার নামে পাগলা, গফরগাঁও, ভালুকা, কাপাসিয়া, শ্রীপুর, হোসেনপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।