অধ্যক্ষ গোলসান আরা বেগম
প্রতিদিন ঘুমিয়ে পড়ি আগামীকাল কি হবে না জেনেই
সূর্য ওঠে হেসে,চিকচিক করে দুপুরের সোনারোদ
গুমরো মুখের আকাশ নির্বাক চেয়ে থাকে বৃত্ত একেঁ
আধাঁর আঁচলে মেখে জোনাকের সন্ধ্যা আসে ফিরে।
এই তো তা তা থৈ থৈ নিত্যদিনের খেলায় ফুরায় বেলা
লাল রং মেখে গোধূলি হারায় নিরুদ্দেশে ঝিঁঁঝি ডাকে
প্রকৃতি দীর্ঘ কলাপাতায় লিখে রাখে সৃস্টির ক্ষয় ধ্বংস অনিবার্য সত্য।
ধ্বংসকে এড়িয়ে কোথায় লুকাবে? মন খারাপ করো না
তোমার মত শত শত পাপী তাপী অন্ধকারে দিয়েছে পাড়ি
বদলে গেছে সভ্যতার জংলী তর্জন গর্জন নতুনের ভীড়ে
জমা আছে স্মৃতির জামা পড়ে কালো দাগ প্রকৃতির গায়ে।
এখন এক মুঠো জোছনায় রুমাঞ্চিত কবির খাতা কলম
স্বপ্ন আঁকে আর বাস্তবতাকে টেনে করে মুখোমুখি
কবির কলম শুকনো বাতাসে ফেলে স্বপ্নের গরম নিঃশ্বাস
একদিন প্রতিদিন খুলে স্মৃতির আদরের চাদর।