-নূরুন্নাহার নূর
বেজায় ভালো আমার দাদু
বয়স তাহার আশি,
একটুখানি ঠান্ডা লাগলেই
হয় যে দাদুর কাশি।
ফিট আছে তার দেহখানি
মিষ্টি মধুর হাসি,
দেখলে ছুড়ি আড়নয়নে
বাজায় প্রেমের বাঁশি।
দাদুও আমার বড্ড বেশী
ছেলে মানুষ মনে,
কম বয়সী মেয়ে দেখলেই
মিশতে চায় তার সনে।
দাদুরে যে শেষ বয়সে
ধরলো প্রেমের ভূতে,
মান যে মোদের রইলো না আর
বলছে তাহার পুতে।
দাদু রে কি বলবো বলো
বুঝতো তো এই ছুড়ি,
হয়নি বয়স দাদুর মতো
নয়তো সে আর বুড়ি।