কলকাতা প্রতিনিধি- আসাদ আলী:
পশ্চিমবঙ্গের হাওড়ার নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে ও পরিচালনায় উক্ত কলেজ ক্যাম্পাসে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মজয়ন্তী কে সামনে রেখে হোমিওপ্যাথির উপরে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয় গত ১৭/০৪/২০২৪ তারিখে অনুষ্ঠানের সময়কাল ছিল প্রায় চার ঘন্টা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রিন্সিপাল ডাক্তার জয়দেব ঘোষ । আরো যাঁরা বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার দেবাঞ্জন শাসমল, অধ্যাপক ডাক্তার অমিত দত্ত, অধ্যাপক ডাক্তার অনিন্দ্য গাঙ্গুলী, অধ্যাপিকা ডাক্তার সুপ্রিতি পন্ডিত,
অনুষ্ঠানের মূল ও আকর্ষণীয় বক্তা ছিলেন গাইনি ও অবস্ট্যাটিকস বিভাগীয় প্রধান এবং হোমিওপ্যাথি ডক্টর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কে এ মোহিত। তিনি অডিও ভিসুয়াল সহযোগে সোরাইসিস, একজিমা, ফেলন ফাঙ্গাল ইনফেকশন এর উপর হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা রোগীর উপর প্রেজেন্টেশন দেন ।
তিনটি সেশানে সঞ্চালক ও ছিলেন তিনজন শুভজিত মুখোপাধ্যায়, শুভদীপ পন্ডিত, দেবমাল্য শাসমল।