সানজিদ আরা বৃষ্টি
মিথ্যা অভিনয়গুলো এখন আর ভাল লাগেনা
হ্যাঁ, আমি আজ ক্লান্ত,
যা পছন্দ নয় তা মুখ বুঝে মেনে নিতে
এখন আর ভাল লাগে না
সবাইকে আমি ভাল আছি মিথ্যাটা বলতে
হ্যাঁ,, সত্যি আমি আজ খুব কস্নান্ত,
চোখের কোণে কষ্ট রেখে ঠোঁটের কোণে হাসি রাখতে
বুকের মধ্যে চাপা কষ্টের খারাপ লাগার
ধর্য্য যেন বাধ ভাঙছে দিন দিন
হ্যাঁ, আমি আজ ক্লান্ত
সবাই যা পারে তা আমি করতে পারবো না
এমন পরিস্থিতি মেনে নিতে এখন আর ভালো লাগে না
যাকে ঘৃণা করি তার সাথে নিজেকে জড়িয়ে রাখা
অসম্ভব হয়ে ওঠছে প্রতিটি মুহুর্ত
কেন আমি সব যন্ত্রণা থেকে মুক্তি চেয়েও পাই না
হ্যাঁ,, সত্যি আমি আজ খুব ক্লান্ত।