স্টাফ রিপোর্টার ঃ ৬ষ্ট ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলা কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ০৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে হোসেনপুর উপজেলায় একমাত্র নারী প্রার্থী রৌশনারা বেগম ০৬জন পুরুষ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪জন ১. নাজমুল আলম, ২. মামুন আল মাসুদ খান, ৩. মোঃ আওলাদ হোসেন, ৪. মোঃ আব্দুস সাত্তার। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ১০জন- ১. আব্দুল জলিল, ২. মোঃ জোবায়ের আলাম রাজিব, ৩. মোহাম্মদ জসিম উদ্দিন, ৪. শাহজাহান কবীর, ৫. মোহাম্মদ হাফিজ উদ্দিন, ৬. মোঃ আশরাফুল আরিফ, ৭. মোখলেছুর রহমান মিতুল, ৮. মোঃ নজরুল ইসলাম, ৯. রিফাত উদ্দিন আহমেদ বচ্চন, ১০. খালেদ সাইফুল্লাহ সাফাত। মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন- ১. মাছুমা আক্তার, ২. তাছলিমা (সুইটি), ৩. তাহমিনা আক্তার নাজমা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, (১) এ কে এম দিদার, (২) এ কে এম হাবিবুর রহমান চুন্নু, (৩) আতাউর রহমান, (৪) এমদাদুল হক জুটন (৫) আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ (৬) কামাল হোসেন (৭) হাজী মকবুল, (৮) মোঃ রফিকুল ইসলাম (রেনু)। ভাইস চেয়ারম্যান পদে ৪জন (১)আতাউর রহমান, (২) একেএম ফজলুল হক, (৩) আবুল কাশেম, (৪) মোহাম্মদ জুয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী (১) মোছাম্মদ ললিতা বেগম (২) শামসুন্নাহার আপেল, মনোনয়নপত্র দাখিল করেছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু।
অন্যদিকে হোসেনপুর চেয়ারম্যান প্রার্থী ৭জন- ১. রৌশনারা বেগম, ২. শাহ মাহবুবুল হক, ৩. মোঃ নাজমুল আলম, ৪. মোঃ আশরাফ হোসেন, ৫. মোঃ মোবারিছ মিয়া, ৬. মোহাম্মদ সোহেল, ৭. এম.এ হালিম। ভাইস চেয়ারম্যান পুরুষ ৩জন- ১. নাঈম সুজন, ২. মোহাম্মদ আল-আমিন, ৩. শফিউদ্দিন সরকার বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান ২জন- ১. সেলিনা আক্তার, ২. ছাবিয়া পারভিন জেনি। মনোনয়ন পত্র দাখিল করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল।