প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ময়মনসিংহ সি.আর মামলার ১২,০০,০০০/- টাকা জরিমানা এবং এক বছর কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক মিনহাজকে আটক।
২। ময়মনসিংহ সিআর মামলা- ২৫৮/২১ এর বিচার শেষে বিজ্ঞ বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, ময়মনসিংহ গত ২৭/০৩/২০২৩খ্রি. আসামী মিনহাজ আহমেদ(২৮), পিতা-ফিরোজ আহম্মেদ সাং-যশোদল, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত আসামীকে ১২,০০,০০০/- টাকা জরিমানা এবং ০১(এক) বছর কারাদন্ডপ্রাপ্ত প্রধান করেন। সাজা থেকে বাঁচতে উক্ত আসামী দেশের বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর অদ্য ১৩/০৪/২০২৪খ্রি. ০২.৪৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদির জঙ্গল এলাকা হইতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিনহাজ আহমেদ(২৮), পিতা-ফিরোজ আহম্মেদ সাং-যশোদল, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে। প্রতারণার মত জঘন্য ঘটনার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।