অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিশ্বমঞ্চে বাঙালির আবহমান লোকসংস্কৃতি তুলে ধরার প্রয়াসে বাঙালি জাতির নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে শিল্পীর তুলির ছোঁয়ায় বৈশাখের মুগ্ধতা ছড়াতে, হাওরাঞ্চলে শুরু হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসব। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে বিশ্বের সর্ববৃহৎ আল্পনায় রাঙাতে বাঙালি ঐতিহ্যের আল্পনায় রঙে রাঙানো হচ্ছে মিঠামইন-অষ্টগ্রাম ১৪ কিলোমিটার সড়ক। জানা যায়, ৬৫০ জন শিল্পীর তুলির ছোঁয়ায় এ সর্ববৃহৎ আল্পনায় সড়কটি রাঙানো হয়েছে । এ বিশাল কর্মযজ্ঞ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে এবং হাওরে পর্যটনশিল্প প্রসারিত হবে এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। হাওয়ারবাসীর মাঝে দারুন কৌতুহল জাগ্রত হয়েছে। এক নজর দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। আগামী ১৪ই এপ্রিল ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসবের সমাপন অনুষ্ঠিত হবে। সমাপন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।