শেখ শাহ্ জামাল আহমদ
চাঁদ উঠেছে নীল আকাশে
ঈদ এসেছে ভাই,
ঈদ মোবারক ঈদ মোবারক
আজ জানিয়ে যাই।
পাক জবানে ডাক দিয়েছি
ঈদ গাহেতে যাই,
যাক রোজা আজ অনাহারীর
পেট ভরেতো খাই।
নীদ ভাঙতে ঈদ এসেছে
ধনী গরীব নাই,
সাজ সকলে রাজ মহলে
খুশির সীমা নাই।
ঘ্রাণ শুঁকিলে মন ভরিবে
এমন খুশবু চাই,
চল সকলে ঈদ গাহেতে
দল বেঁধেই যাই।