1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

তাড়াইলে টানা তিন ঘণ্টা যানজট,ভোগান্তিতে জনগণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পড়েছে

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল

কিশোরগঞ্জ তাড়াইল থানা গেইট থেকে প্রধান সড়ক হয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত টানা ৩ ঘন্টা যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ যাত্রীরা। আটকা পড়েছে যাত্রীবাহী ও মালবাহী বিভিন্ন যানবাহন।
এবিষয়ে পথচারীদের সাথে কথা হলে তারা জানায়, প্রতিনিয়তই তারা এই যানজটের ভোগান্তির শিকার হতে হয় তাছাড়া জরুরি অবস্থা হাসপাতালে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে বঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়,
এবিষয়ে তাড়াইল থানা ওসি মনসুর আলী আরিফ এর সাথে কথা হলে তিনি জানান, যানজট নিরসনে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এব্যাপারে রাজনৈতিক নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এতে আরও লক্ষ্য করা গেছে, প্রতিনিয়তই বিভিন্ন উপজেলা থেকে আসা মিষ্টি কুমড়া ও কাঁচা মরিচের শত-শত মাল বুঝাই যানবাহন আরতে ঢুকে যানজটের সৃষ্টি করে।
বিশেষ করে এই যানজটের কারণে ঈদকে সামনে রেখে চলাচরত দূরপাল্লার যাত্রীরা যানজটের আশঙ্কায় রয়েছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসে থাকতে হচ্ছে।এতে করে সাধারণ ব্যবসায়ীরা যথাসময়ে মালামাল নিয়ে তাদের গন্তব্যস্থলে না পৌঁছাতে পারায়,লাভের চেয়ে তারা লোকসানের মুখ দেখতে হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST