রিম্পি বৈদ্য
সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ গন মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দীনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রানী দাশ,
উপজেলা কৃষি কর্মকর্তা , আবদুল্লাহ আল মাসুদ তুষার, প্রানী সম্পদ কর্মকর্তা সজীব হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ১ নং আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ২ নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাওার মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ, এই সময় উপস্থিত ছিলেন।
বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। এছাড়াও বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম ও পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ছিল। এবং সেটা ২০২৩ সালে গেজেট আকারে প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবায়ন করতে হবে। উপজেলায় , সকল পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করে লক্ষ্যে পৌঁছাতে হবে। গণমাধ্যমকর্মী ভাইদের এই বিষয়ে প্রচার প্রচারণা করার জন্য আহবান করা হয়েছে।